এই প্রথম আমি আমার ব্লগে পরজীবী কোনো গাছের ফুল নিয়ে লিখছি... আজকের ফুলের নাম স্বর্ণ লতার ফুল... এইটার অনেক নাম আছে, যেমন আলোক লতা, স্বর্ণলতিকা, আকাশ বল্লী, প্রভৃতি... পরগাছা এই গাছ অন্য গাছকে পেঁচিয়ে বেড়ে উঠে... মজার ব্যাপার হলো, এই গাছের কোনো মূল বা কান্ড নাই... শুধু মাত্র লতা, যা অন্য গাছ কে পেছিয়ে থাকে, আর সেই আশ্রয় দাতা গাছ থেকে রস শুষে নিয়ে বৃদ্ধি পেতে থাকে... চিকন চিকন এই লতার রং হলুদ হয়... এর জন্যই নাম স্বর্ণলতা... অপ্রয়োজনীয় একটা গাছ, আবার যেই গাছ একে আশ্রয় দেয় সেই গাছকেও মেরে ফেলে অনেক সময়... তার পরও আমার কাছে এইটা দেখতে অনেক সুন্দর লাগে... সবাই আমরা এর লতাই দেখেছি, ফুল খুব কমই দেখার সৌভাগ্য হয়... আজকে এখানে কিছু ফুলের ছবি দিয়ে দিলাম...
আলোক লতা নিয়ে একটা গানের মধ্যে বাউল আধ্যাতিক কথা বলেছেন, আমি গানের সেই লাইনটা তুলে দিলাম নীচে... দেখি কেউ বলতে পারে কিনা এই গানের প্রথম লাইন কি ছিল... :-)
পীরিতি জগ-ডুমুরের ফুল, ও সে আলোক লতার মূল...
সন্ধান না জানতে পারলে, জীবের পক্ষে ভুল...
সন্ধান না জানতে পারলে, জীবের পক্ষে ভুল...
This is an interesting parasitic plant named as Dodder in English. In our country Bangladesh, we call this as Swarna Lota(স্বর্ণলতা), Alok Lota(আলোক লতা), Swarna lotika(স্বর্ণলতিকা), etc. Botanical name of this plant is Cuscuta reflexa. It belongs to the plant family Convolvulaceae (Morning glory family). I have only seen the yellow/golden Dodder in my life. But other part of the world having this in different colors. In Hindi, this is called as Amar bel (meaning, immortal vine). Another interesting name is Devil's hair as it cover the whole part of the host plant slowly.
Dodder is a leafless twined sprawling vine like parasitic plant. Usually it grows over a host plant, and use to suck life from the host. This plant doesn't have any stems or roots. Only the thin vines. It produces lot of branches which can easily cover the host very short period of time. This is a noxious weed, and should be eradicated before it spawn in a large scale.
The flowers are small and having a bell shape. Very small flower of the Dodder plants are white in color having yellow filaments. It produces fruits and seeds from the flower. But my question is, as it does not have any roots or stems, then what are the uses of the seeds? Can I grow this plant from the seeds? Though I know this plant use to propagate easily from the vine easily.
Photos of this article were taken from near the place of Gulshan-Banani(গুলশান-বনানী) Bridge of Dhaka, during May 2012.
ফুলের জন্য ভালবাসা, আমি বুনো ফুল...
Swarna Lota(স্বর্ণলতা) Cuscuer reflexa growing in patches all over Dhaka and beyond just look for the flowering ones in June 2012.
ReplyDelete