Various Roses(বাহারি গোলাপ ফুল) - Rosa L



দেখতে দেখতে অনেক ফুল নিয়েই লিখে ফেলেছি... কিন্তু সত্যিকারের ফুলের রাজা যাকে বলে, সেই গোলাপ ফুলের ছবি কিন্তু এখনো দেয়া হয়নি আমার ব্লগে... আমাদের দেশের গাজীপুর, সাভার, এইসব দিকে গোলাপের চাষ হয় বানিজ্যিক ভাবে... কখনো সুযোগ সময় করে যাওয়া হয় নাই... ঢাকাতে রাস্তায় বা ফুলের দোকানেই গোলাপ বিক্রি করতে দেখি... সেখানে থেকে একদিন কিনেছিলাম কিছু ফুল... সেই ফুলের কিছু ছবি দিয়েই শুরু করছি গোলাপ নিয়ে লেখা... আস্তে আস্তে পরবর্তীতে অনেক রকমের গোলাপের ছবি দিব, গাছ, গোলাপের কাটা, পাতা, ইত্যাদি সহ...

In my opinion, Rose is the king of all flowers. It has everything, mesmerizing outlook, fragrance, color, shape, etc. Roses can be in any color from pink to red, yellow to orange, white, etc. Even scientists are introducing the blue, green, black, etc roses sometimes. The flower rose belongs to the plant family Rosaceae. Botanical name of the flower is Rosa L. Since this flower is highly demanding for the people, it is now a days cultivating commercially, even in our Country Bangladesh(বাংলাদেশ) too.

Below are the different types and colored Rose flower. This article will be updated every time I'll come up with a new photo.

Light red rose/হালকা লাল গোলাপ ফুল




Light red rose/হালকা লাল গোলাপ ফুল




White rose with touch of pink/সাদা গোলাপের ফুলের সাথে গোলাপী আভা




Rosy rose/গোলাপী গোলাপ




Colorful rose at plant/গাছে বাহারি গোলাপ




A bunch of white rose/এক গুচ্ছ সাদা গোলাপ




Rosy rose/গোলাপী গোলাপ ফুল




Light yellow rose.../হালকা হলুদ গোলাপের ছবি...




Light yellow rose.../হালকা হলুদ গোলাপের ছবি...




Red rose.../লাল গোলাপের ছবি...




Red rose.../লাল গোলাপের ছবি...




Red rose.../লাল গোলাপের ছবি...



Comments

Post a Comment