আমরুল ফুল আর গাছ দুইটাই আমার ছোট বেলার একটা খেলার ফুল. খেলার ফাকে এই গাছের টক পাতা টুপটাপ খেয়ে ফেলতাম. দুপুর বেলায় রোদ্রের সময় কড়ই গাছের নিচে বসে থাকার সময় আসে পাশের অযত্নে কিন্তু সুন্দরভাবে গজিয়ে উঠা আমরুলের দিকে তাকিয়ে থাকা এখনো চোখে ভাসে. একটা জিনিস নিশ্চিত ছিল, প্রচন্ড রোদ অথবা যত গরমই হউক না কেন, যেখানে আমরুল গাছ আছে, সেখানে কিছুটা হলেও ঠাডা পাওয়া যাবে. কেননা এই গাছ একটু ঠান্ডা জায়গাতেই জম্নায়. দেখতে সুন্দর ছোট ছোট হলুদ ফুল হয় এই গাছে. আবার এই গাছের পাতাও অনেক সুন্দর. গাছের পাতা দেখলে মনে হবে তিনটা হার্ট যেন একটা বিন্দুতে এক করে রাখা হয়েছে. হতে পারে এই গাছ আমাদের কাছে অবাঞ্চিত, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সবজাগায় হয় এমন একটা গাছ সম্পর্কে আমাদের সবারই জানা উচিত.
Three hearts are joined and formed a leaf.
Botanical name of today's weed plant is Oxalis corniculata from the plant family Oxalidaceae(Wood Sorrel Family). It has few common fancy name across the world such as Sleeping Beauty, Creeping Woodsorrel, Creeping Oxalis, etc. In our country Bangladesh(বাংলাদেশ), we call this Amrool Ful(আমরুল ফুল), Amrool Shak(আমরুল শাক), etc. This is available throughout the Bangladesh(বাংলাদেশ). Amrool(আমরুল) is an invasive weed and very hard to eradicate.
This looks like a green carpet from far.
Amrul(আমরুল) is a creepy weed that grows as low in cool condition, specially under the tree or other shadowed area where the soil and the ambient is having moisture. Also it grows at gardens, fields, yards, etc. It brings small yellow flower during blooming season(possibly in rainy). The whole plant is full of acid and its acerbic(like lemon).
Amrul(আমরুল) is growing at garden.
Amrul ful(আমরুল ফুল) is a tri-foliate herbaceous plant and grows 1-2 inches in height. Size of the leaf is around one inch wide, each leaf of this Oxalis plant are divided into three parts. Each of those parts look like a heart or clover. It seems like three hearts are joined together from a center. This delicate architecture made this plant itself a beautiful one without the flower. It used to be bright green, but some species are found having purple leafs.
This lusty green herb plant is full of vitamin C. People use to make juice using the leaf of this plant with hot water. When you'll try to do this, just make sure you are not overdosing. Another use of this plant is as an antidote. People used this to abolish the effect of poisoned seed of datura(ধুতুরা ফুল), arsenic and Mercury in past.
Photos of this article were taken from Mohera, Tangail(মহেড়া, টাঙ্গাইল). It was a my tour during January 2012. It was not the blooming season, so didn't find any beautiful yellow flower on those weeds. Later I have visited Baliati(বালিয়াটি), and found those tiny yellow flowers.
ফুলের জন্য ভালবাসা, আমি বুনো ফুল...
helpful post. nice photos
ReplyDelete