প্যাপিরোমিয়া, নামটা শুনতে বিদেশী বিদেশী লাগে. কিন্তু আমাদের দেশের অতিপরিচিত একটা গাছ. সাধারণত পরিত্যাক্ত জায়গায়, দালানকোঠার ফাক ফোকরে, বা একটু স্যাতস্যাতে জায়গায় এই গাছের বিস্তার দেখা যায়. মসৃন চকচকে নরম পাতার এই গাছটা পুরাপুরি স্বচ্ছ কান্ড বিশিষ্ট. স্কুলে পরার সময় আমরা জীববিজ্ঞানে এই গাছের সাহায্যে অভিস্রবণ পদ্ধতি হাতেকলমে দেখেছি. একটা পাত্রে রঙিন পানি ঢেলে তাতে এই গাছের শিকড় চুবিয়ে রাখলে আস্তে আস্তে এই গাছের ভেতরে রঙে ভরে যায়. স্বচ্ছ কান্ড হওয়াতে এই পরীক্ষা খুব সহজেই দেখা যেত. খুব সহজলভ্য এই গাছের বাংলা নাম এখন পর্যন্ত আমি জানি না.
This bushy herbaceous plant having lot of common names like silverbush, clearweed, pepper elder, shiny bush, etc across the world. It is from the plant family Family Piperaceae (pepper family). Botanical or scientific name of the weed plant is Peperomia pellucida(synonym Peperomia translucens). This is known as Peperomia(প্যাপিরোমিয়া) in Bangladesh(বাংলাদেশ).
Peperomia(প্যাপিরোমিয়া) plant is small, grows up to 45 cm in height. Its an annual plant having heart shaped lovely foliage leafs. Used to bring tiny flowers which are always unnoticed by us most of the time. Stems of this plant are transparent with succulent characteristics. At schools we used to show osmosis as practical using this translucent plant.
This plant used to grow at the wasted areas, at old buildings, moist areas, etc. It grows as a bush and looks lovely for its leaf foliage. Some people use this plant at salads. This plant has lot of uses at herbal medicine.
Photos of this article were taken from Narayanganj(নারায়ানগঞ্জ). It was a my summer tour during May 2010.
লুচি পাতা , Shiny Bush , Peperomia pellucida
ReplyDelete