Cotton Grass(উলু ঘাস) - Imperata cylindrica


আমাদের বিল্ডিং এর সামনের ছোট টিলাতে প্রতিবছর এই উলু ঘাসের ফুল ফোটে শরতের দিকে... সমস্ত টিলা তখন সাদা রঙের মতন হয়ে যেত... আবার শীত আসার সময় এই গাছ মরে যেত... আমাদের ক্রিকেট খেলার বল এই উলু ঘাসের জঙ্গলের মধ্যে কত হারিয়ে যেত... এই কারণে এই ঘাস আমার কখনই পছন্দ ছিলনা... আরেকটা প্রবলেম ছিল হাফ প্যান্ট পরে এই ঘাসের মধ্যে দিয়ে হেটে যাওয়া যেতনা... পায়ের সাথে ঘাস লেগে আচড়ের মতন দাগ বসে যেত... কিন্তু এই উলুঘাশের ফুল পছন্দ ছিল আমার... আমাদের ঐদিকে কাশ ফুল হত না... তাই এইটাকেই কাশ ফুলের মতই একটা ফুল মনে করতাম...



This plant belongs to the grass family, Poaceae. This is considered as a massive weed. Common name of the plant is cotton grass, cogon grass, blady grass, etc. In Bangladesh, we call this Ulu Ghash(উলু ঘাস). Scientific name of the plant is Imperata cylindrica. Its a perennial grass plant and native to Asian and Australian territory.



Plant can grow over two feet. Leafs are long and having sharp silica crystal toothed at the margins which can cut the outer skin of the human body. Flowers look like silky white cotton having brown filaments around. Pollination of the plant is done by air.



Though this is a weed plant, In Bangladesh we use this plant to thatching the roof of our huts. We call this Chhon(ছন). Also we are using the grass to make brooms. This plant grows at the same place year after year. Its leafs dried during winter, but the root keeps alive for next rainy season.

ফুলের জন্য ভালবাসা, আমি বুনো ফুল...

Comments