Cactus Plant(ক্যাকটাস গাছ) - Cactaceae


ছোট বেলায় বইতে পড়েছিলাম ফনিমনসা, মরুভূমির উদ্ভিদ... ওই একটা ক্যাকটাস গাছই আমি চিনতাম... যখন চোখ ফোটা শুরু করলো, তখন আস্তে আস্তে জানলাম আরো অনেক রকমের ক্যাকটাস গাছ হয়... সংখ্যাটা হাজারেরও অনেক উপরে... আমাদের দেশের নার্সারীতেও এখন ক্যাকটাস এর চারা পাওয়া যায়... মানুষ শখ করে এনে টবে লাগায়... একবার একটা নিয়ে এসে লাগাতে পারলেই হলো, আর মরে না সহজে... এইবার বিরিশিরি ভ্রমন করার সময় লম্বাটে মতন এই ক্যাকটাসের দেখা পেয়ে গেলাম...



Desert is a very cruel place. Nothing can survive there except few plants. Basically desert has two type of plants. One reserves the water inside the body to sustain in dry condition. Other one used to grow during rainy season, generate flowers and seeds. When dry season comes, it used to die, but at next rainy season the seeds used to grow new plant. This is how the plants from desert used to survive years after years on adverse condition.



Cactus is a plant from the family Cactaceae. It used to follow the first method to survive at desert. It reserves plenty of water inside the plant. Interestingly, the cactus used to have thousands of thorns and spikes around the plant so that no animal or other can eat this. This interesting phenomena of survival just bemused me.



Photos of this article were taken from YWCA of Birishiri(বিরিশিরি). It was my tour during December 2011.

Comments