Jack in the bush(শেয়াল মুতি) - Chromolaena odorata


ফুলটি সম্পর্কে কারো কাছে অধিক তথ্য থাকলে নিচে মন্তব্য করুন
Please comment below if you know more about the plant...

মোটামুটি বরেন্দ্র এলাকাতে আর পাহাড় টিলাতে এই জংলি গাছটা দেখা যায়... এখন শীতকাল, আর এই সময়টা প্রকৃতি থাকে রুক্ষ, কিন্তু এই রুক্ষতার মাঝেও জঙ্গল জুড়ে দেখা যায় এই গাছে হাজার হাজার মুক্তার মতন সাদা ফুল... একেতো জংলি ফুল, নাই কোনো গন্ধ, তার উপর হয় আবার ঝাকে ঝাকে, তাই এই ফুলের কদর আমাদের কাছে নাই বললেই চলে... আমি যখন ঘুরতে বের হই এই ঋতুতে তখন এই ফুলের মেলা আমাকে প্রচন্ড মুগ্ধ করে... যতদুর চোখ যায় শুধু এই ফুল দিয়ে ছেয়ে থাকে জঙ্গল... এই ফুলের বাংলা নাম মনে হয় শেয়াল মুতি...



People says this as jack in the bush. Some says Christmas Bush, and Common Floss Flower, Siam Weed, etc. I still don't know the Bengali(বাংলা) name of the flower. Botanical name of the flower is Chromolaena odorata(synonym Eupatorium odorata). It belongs to the plant family Asteraceae(Aster family). This is not native to our country Bangladesh(বাংলাদেশ), its originally from North America.



This is a perennial herbaceous plant grows as bush. You'll never see this plant alone. Whenever you'll see this, you'll find hundreds and thousands of them are together. They used to produces millions of white flowers during the blooming season and it helps to propagate the plant easily for next years from myriad seeds.



This plant which has triangular leafs with saw toothed is an invasive weed, but at some countries this plant is using as ornamental plant(people are selling at online). At Indonesia, people are using the juice of this plant to treatment skin problems.



Photos of this article were taken from Birishiri and Sylhet, it was my tour during December 2011.

ফুলের জন্য ভালবাসা, আমি বুনো ফুল...

Comments