Balloon Vine(শিবজল ফুল) - Cardiospermum halicacabum





ছোট বেলায় এই পটকার মতন ফল দুই হাতের মাঝে নিয়ে পটাশ করে ফুটাতাম... অনেক মজা লাগতো... যদিও হাত সামান্য গন্ধ হয়ে যেত, কারণ এই গাছ চিপলে এর থেকে থেকে কটু একটা গন্ধ বের হয়... একে শিবজল বলা হয়, ছোট ছোট ফুল হয়... কিন্তু কখনো এর ফুল ভালো করে খেয়াল করা হয় নাই... কারণ ফুলের থেকে এত বড় ফল হয়, তাই চোখেই পড়ে না...




This is an interesting weed plant that grows at roadside. This is known as Balloon vine, Heart Seed, etc in English. This is native to Asian and African tropical region. Botanical name is Cardiospermum halicacabum that belongs to the plant family Sapindaceae. In Bangladesh, we call this Shibjol Ful(শিবজল ফুল), Lota Potkari(লতা পটকারী), etc.



Shibjool is a vine like perennial plant that grows using a support. This is a fast growing plant having tri-foliate leafs(yet still complex leaf to me). White tinny flowers are always unnoticed by pedestrians, but the fruit is very interesting for its outlook.



Fruits are having air inside it and looks like a balloon. Each fruit is containing three black seed inside of it. This plant is mainly propagated using its seeds.



Photos of this article were taken from Rajshahi(রাজশাহী) during June 2012.

ফুলের জন্য ভালবাসা, আমি বুনো ফুল...

Comments