আজকে আমি যেই ছবি দিলাম লেখার সাথে, টগর ফুল বলতে আমি মূলত এইটাকেই বুঝি... কিন্তু বিজ্ঞরা অন্যরকম দেখতে একটা ফুলকেও টগর ফুল বলে... জানিনা কেন... আমার পছন্দের একটা ফুল টগর... মোমের মতন সাদা পাপড়ি হয়... এই গাছ ঠিক মতন যত্ন না নিলে গাছে পোকা হয়... আমার একটা টগর গাছ ছিল... কম যত্ন নেয়ার জন্য গাছটা পিপড়া খেয়ে সাফ করে দিয়েছিলো... এর আগে লিখেছিলাম কাঠ মালতি, আর জংলী টগর নাম দিয়ে দুইটা লেখা, ঐগুলোকেও টগর বলা হয়...
Bright milky white flower with waxy petals. It is called as Togor Ful(টগর ফুল) in Bangladesh. Scientific name of the flower is Tabernaemontana divaricata. Togor belongs to the plant family Apocynaceae. It is widely known as Wax flower.
Togor(টগর ফুল) is having several variations, I have already posted those photos before. You can check the Wild Togor(জংলী টগর ফুল), and Kath Maloti(কাঠ মালতি ফুল) for more details. Cause all the properties are exactly similar, except the outlook of the flower. For example the flower for this article is double flower.
Photos of this article were taken from Gazipur(গাজীপুর). It was the month of June of 2012.
Comments
Post a Comment